আসছে প্রবাসীদের করুন জীবনের গল্প "টাকার মেশিন"

আসছে প্রবাসীদের করুন জীবনের গল্প "টাকার মেশিন"

প্রবাসীদের জীবনের করুণ গল্প নিয়ে আসছে মিউজিক ভিডিওটাকার মেশিন রিপন মাহমুদের কথায় আবেগমাখা গানটিতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ এর সুর-সংগীতও করেছেন শিল্পী নিজেই গানটি ভিডিও আকারে শিগগিরই প্রকাশ হবে ভয়েস টুডে ইউটিউব চ্যানেলে

 মিউজিক ভিডিওতে মডেল হিসেবে দেখা যাবে সংগ্রাম, জিতু রনিকে। থাকবেন শিল্পী আকাশ মাহমুদও। এখানে চারজনকেই দেখা যাবে প্রবাসীদের চরিত্রে।

ভিডিওটি পরিচালনা করেছেন এন খোকন তিনি এই গান ভিডিও নিয়ে বলেন, ‘খুবই চমৎকার কথা দিয়ে সাজানো এই গান সহজেই হৃদয় ছুঁয়ে যায়। গানটির সুর সংগীতও হয়েছে শ্রুতিমধুর। চেষ্টা করেছি গানের গল্পের সঙ্গে মিল রেখে ভিডিওটি তৈরি করতে। আশা করছি আমাদের এই প্রয়াস সবার মন ভরাবে।

 

গানটির শিল্পী আকাশ মাহমুদ বলেন, ‘প্রবাসীদের জীবনের গল্প নিয়ে এই গানটি তৈরি করেছি আমরা। যাদের হাতে ঘামে ভেজা টাকায় এই দেশের উন্নয়ন গতিশীল তাদের জন্য একটু ভালোবাসা যেন সবার মনে জন্মায় সেই ভাবনা থেকেই এই গানটি। আমি এই গানের আয়োজক ভয়েস টুডে কর্ণধার খোকন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি চমৎকার গানটি গাওয়ার সুযোগ করে দেয়ার জন্য। এর গীতিকার রিপন মাহমুদ ভাইকেও অনেক ধন্যবাদ, তিনি দারুণ কথাগুলো লিখেছেন আমার জন্য।

 

প্রোমোটি দেখতে নিচের লিংক প্রবেশ করুন:

https://www.youtube.com/watch?v=JUCyeV4q9oo